রাজশাহী জেলা রোভারের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে রাজশাহীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রোভার স্কাউট রাজশাহী জেলা রোভারের আয়োজনে মঙ্গলবার বিকেলে রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে এক র্যালীর আয়োজন করা হয়। র্যালি শেষে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ড. মো. জহিরুল ইসলাম, রাজশাহী অঞ্চলের ট্রেইনার লিডার প্রতিনিধি সালেহ আহমদ এলটি, রাজশাহী জেলা রোভারের ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মুস্তাফিজুর রহমান, জেলা রোভার লিডার মো. হেলাল উদ্দিন, সহকারী কমিশনার মো. মাইনুল ইসলাম, সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস, মো. মোজাফ্ফার হোসাইন, সৈয়দুল আজম নিঠু, হাসলিনা কেবিসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার ও গার্ল-ইন-রোভাররা উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-২২
বিষয়: রাজশাহী কলেজ রোভার স্কাউট
আপনার মূল্যবান মতামত দিন: