রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

নগরীতে গাঁজা ও মদসহ গ্রেফতার চার


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:৫৭

ছবি: গ্রেফতারকৃত আসামীরা

রাজশাহীতে গাঁজা ও মদসহ চারজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা। রোববার রাতে নগরীর ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর টুলটুলি পাড়ার আনোয়ার হোসেন আনু (৪৫), তেরখাদিয়া এলাকার সাইফুল ইসলাম (৪৮), মো.রিংকু (৩৫) ও চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ এলকার শ্রী তাপস সিংহ (২০)।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারেন নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় গাঁজা ক্রয় বিক্রয়ের জন্য দুইজন অবস্থান করছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আনু ও তাপসকে গ্রেফতার করা হয়।

অপরদিকে ডিবি পুলিশের আরেকটি দল নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ রিংকু ও সাইফুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এই চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top