রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে হেরোইনসহ গ্রেফতার ১


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২১ ০৩:৫৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:০৭

ছবি: গ্রেফতারকৃত আসামী

রাজশাহী মহানগরীতে ২০০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তি হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হাবাসপুর গ্রামের এমরান আলীর ছেলে ইসমাইল হোসেন (৩০)।

শনিবার দুপুর ১২টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ইসমাইল জানান, গোদাগাড়ী থেকে হেরোইনগুলো নিয়ে রাজশাহীতে বাস ধরে গাজীপুরের চান্দুড়িয়া যেতেন তিনি। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top