রাজশাহী শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

রাজশাহীতে

রাজশাহীতে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস


প্রকাশিত:
১৯ আগস্ট ২০১৯ ০৬:৪০

আপডেট:
১৯ আগস্ট ২০১৯ ০৬:৪১

ফাইল ছবি

রাজশাহী: রাজশাহীতে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান।

এর প্রভাবে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজশাহী পোস্ট / এম

 

 



 



আপনার মূল্যবান মতামত দিন:

Top