রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

বাঘায় গাঁজার গাছ উদ্ধারে গিয়ে আহত পুলিশ


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২১ ০৪:০১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৩:২০

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় ছয়টি গাঁজার গাছসহ ওবাইদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃত ওবাইদুল ইসলামের দাঁতের কামড়ে আহত হয়েছেন থানার উপ-পরিদর্শক(এস.আই)মাহাফুজ ইসলাম। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার হরিনা গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওবাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির উঠানে লাগানো ছয়টি গাঁজার গাছসহ ওবাইদুলকে গ্রেফতার করেন থানার উপ-পরিদর্শক মাহাফুজ। গাঁজার গাছের ওজন ১৫ কেজি। গ্রেফতারকালে পালানোর চেষ্টায় মাহাফুজের হাতের কবজিতে কামড় দেন তিনি। সেই সময় উপ-পরিদর্শক মাহাফুজ আহত হলেও পালাতে পারেনি ওবাইদুল। তাঁকে আটক করে থানায় নিয়ে আসেন। ঘটনার সময় তাঁর স্ত্রী মঞ্জুরা বেগম পালিয়ে গেলেও পরে রাতে মঞ্জুরাকে আটক করে পুলিশ।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আহত উপ-পরিদর্শক প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওবাইদুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে শুক্রবার (১০সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top