রাজশাহী বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

বাঘায় জলাবদ্ধতা নিরসন কাজের উদ্বোধন


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২১ ০৫:১৭

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১৮:৪৬

ছবি: জলাবদ্ধতা নিরসন কাজের উদ্বোধন

রাজশাহীর বাঘায় জলাবদ্ধতা নিরসনের কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়ের বাড়ি,হরিপুর,ও ঝিনা মাঠের এই জলাবদ্ধতা নিরসনের কাজ উদ্বোধন করা হয়। ঝিনা মাঠের জলাবদ্ধতা নিরসনের কাজের উদ্বোধন করেন নির্বাহি কর্মকর্তা(ইউএনও) পাপিয়া সুলতানা।

এ সময় আড়ানী ইউনিয়নের ঝিনা জলাবদ্ধতা ফসলের মাঠে মোস্তাকিন হোসেনের একটি পুকুরের পাড় কেটে জলাবদ্ধতা নিরসনের কাজের শুরু করা হয়। পর্যায়ক্রমে উপজেলা ফসলের মাঠগুলোর জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করা হবে বলে জানান নির্বাহি কর্মকর্তা(ইউএনও)।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মামুন হোসেন, আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম,ইউপি সদস্য মাসুদ রানা প্রমুখ।

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top