রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১

নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২১ ০০:০৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৬:৩২

ফাইল ছবি

রাজশাহীতে নেশার টাকা না দেওয়ায় নেশাগ্রস্ত ছেলের হাতে খুন হয়েছেন মো. জুয়েল (৪২) নামের এক ব্যক্তি। রোববার বেলা ১১টার দিকে নগরীর অচিনতলা মহল্লায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা কিশোর ছেলেটিকে (১৭) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা বেগম জানান, তার ছেলের বয়স ১৭। আগামী জানুয়ারিতে বয়স ১৮ হবে। দুই ছেলে, এক মেয়ের মধ্যে সবার ছোট এই ছেলেটি মাদকাসক্ত। নেশার টাকার জন্য মাঝে মাঝেই সে বাড়িতে ঝামেলা করতো।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বাবার কাছে টাকা না পেয়ে রোববার সকালে ছেলেটি তাঁর চাচার কাছে ফোন করে টাকা চাইছিল। কিন্তু চাচাও টাকা দিতে চাননি। তখন মোবাইলেই চাচাকে গালিগালিজ শুরু করে ছেলেটি। এর প্রতিবাদ করেন বাবা জুয়েল।

এতে ক্ষিপ্ত হয়ে ছেলেটি হাতের কাছে থাকা একটি কাচি ঢুকিয়ে দেয় বাবার বুকে। এরপর জুয়েলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ময়নাতদন্ত শেষে জুয়েলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এ নিয়ে থানায় হত্যা মামলা হবে। সেই মামলায় ছেলেটিকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।  

 

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top