রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

রাজশাহীর তিন মৎস্যচাষীকে সম্মাননা প্রদান


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২১ ০০:২৫

আপডেট:
৩০ আগস্ট ২০২১ ০৩:৪৮

ছবি: সম্মাননা প্রদান

রাজশাহীর সবচেয়ে বড় তিন মৎস্য চাষীকে সম্মাননা দেওয়া হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রোববার তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মাননা পাওয়া তিন মৎস্য চাষী হলেন- জেলার পবা উপজেলার মো. বশিরুদ্দিন, পুঠিয়ার ইসমাইল হোসেন এবং দুর্গাপুরের আয়নাল হক। এই তিনজন জেলার সবচেয়ে বড় মৎস্যচাষী। মাছের উৎপাদনে অবদানের জন্য তাঁরা মৎস্য বিভাগের সম্মাননা পেলেন।

দুর্গাপুরের আয়নাল প্রায় এক হাজার বিঘা পুকুরে মাছ চাষ করেন। বশিরুদ্দিন চাষ করেন ৫৭০ বিঘার পুকুরে। আর ইসমাইল প্রায় ২০০ বিঘা পুকুরে মাছ চাষ করেন।

স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপপরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহানা আখতার জাহান, জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক এই তিনজনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাজমুল হুসাইন, পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top