বাঘায় গাঁজা সেবনের দায়ে আটক দুই
-2021-08-17-17-33-11.jpg)
প্রতীকী ছবি
রাজশাহীর বাঘায় বজলুর রহমান ওরফে বজলু কশাই ও রতন আলী নামের দুই বক্তিকে গাঁজা সেবন করা অবস্থায় আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ আগষ্ট) সকালে উপজেলার চকছাতারী এলাকার একটি আম বাগান থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, উপজেলার চকছাতারী এলাকার ফরিদুল্লার ছেলে বজলুর রহমান (৪৫) ওরফে বজলু কশাই ও চক নারায়ণপুর এলাকার আব্দুল গনির ছেলে রতন আলী (৩৫) চকছাতারী এলাকার একটি আম বাগানে বসে গাঁজা সেবন করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরপি/এসআর-১৪
বিষয়: বাঘা গাঁজা সেবন আটক
আপনার মূল্যবান মতামত দিন: