রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে হাজার পরিবারে খাদ্য সহায়তা দিল পিএমকে


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২১ ১৯:৪৪

আপডেট:
১৭ আগস্ট ২০২১ ২০:৪১

রাজশাহীতে এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারী সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টায় নগরীর উপশহর এলাকায় এ খাদ্য সহায়তা প্রদান করে সংস্থাটি। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও দুই কেজি করে মসুর ডাল এবং স্বাস্থ্য সচেতনতায় ৪টি করে মাস্ক প্রদান করা হয়।

পিএমকে‘র পরিচালক (প্রোগ্রাম) মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী অসহায়দের হাতে তুলে দেন। এ সময় সংস্থাটির প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক আখতার আলী, রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক জয়দেব কুমার শীল, সহকারী প্রোগ্রাম ম্যানেজার হারুনুর রশীদ, ইদ্রিস আলী, শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান, আইটি অফিসার রাশেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন নগরী ও জেলার বিভিন্ন উপজেলার অসহায় এক হাজার পরিবার খাদ্য সহায়তা পেয়ে খুশি হয় এবং সংস্থাটিকে ধন্যবাদ জানায়। জনগণের সহযোগিতায় এ ধরণের কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন পিএমকে‘র কর্মকর্তারা।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top