শোক দিবসে রাজশাহী জেলা পুলিশের নানা কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা পুলিশ। রবিবার (১৫ আগস্ট) জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনের উপস্থিতিতে কর্মসূচিগুলো পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল।
এদিন সকাল ১০টায় রাজশাহীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ফোর্সরা উপস্থিত ছিলেন।
পরে বিকেল ৫টায় পুলিশ লাইন্স ড্রীলশেডে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসপি এবিএম মাসুদ হোসেন।
কোরআন খতম শেষে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ হওয়া তার পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। বিশেষ মোনাজাতে জেলা পুলিশের কর্মকর্তা ও ফোর্সরা হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: