রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রামেকে আরো ১৩ জনের মৃত্যু


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২১ ১৪:৫৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৫১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮ টা থেকে শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা গেছেন এ ১৩ জন। এর আগেরদিন মৃত্যু হয় সর্বনিম্ন ৯ জনের।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত ১৩ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৫ জন এবং ৭ জনেরই মৃত্যু হয়েছে উপসর্গে। আর একজন মারা গেছেন করোনা নেগেটিভ অবস্থায়। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন ও পাবনার তিনজন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার মারা গেছেন একজন করে দুইজন। এদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৬ জন মহিলা।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৪০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩২৫। এদের মধ্যে ১৭৯ জন করোনা পজেটিভ রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ৫১৩টি বেডে প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top