৪ বছর পলাতক থেকেও রেহাই পেলেন না ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি
রাজশাহীর মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মো.আনোয়ার হোসেন (৩৫) নামের তিন মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে থানার এসআই ইব্রাহিম খলিলুল্লাহ মিশু'র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার কেশরহাট বাজার থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন কেশরহাট পৌর এলাকার বিদিরকা গ্রামের লুসাই সরদারের ছেলে।
পুলিশ জানায়, আনোয়ারের বিরুদ্ধে পারিবারিক মামলা হয়। আদালত ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করে। ৪ বছর ধরে সে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলো।
মোহনপুর থানা কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে বুধবার দুপুরে রাজশাহীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
আরপি/এসআর-১৪
আপনার মূল্যবান মতামত দিন: