রাজশাহী বৃহঃস্পতিবার, ১৫ই জানুয়ারী ২০২৬, ৩রা মাঘ ১৪৩২

রাজশাহী মেডিকেলে একদিনে দ্বিগুণ মৃত্যু


প্রকাশিত:
১০ আগস্ট ২০২১ ১৫:৫৯

আপডেট:
১৫ জানুয়ারী ২০২৬ ১৬:০৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে বেড়ে দ্বিগুণ হয়েছে কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। সোমবার (৯ আগস্ট) সকাল ৮ টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ২১ জন। অথচ এর আগেরদিন মৃত্যু হয় একদিনে সর্বনিম্ন ১১ জনের।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত ২১ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন মাত্র ৫ জন। এছাড়া ১৪ জনেরই মৃত্যু হয়েছে উপসর্গে। আর দুইজন মারা গেছেন করোনা নেগেটিভ অবস্থায়। মৃতদের মধ্যে রাজশাহীরই ১০ জন এবং নওগাঁ ও পাবনার চারজন করে ৮ জন। আর চাঁপাইনবাবগঞ্জের মারা গেছেন দুইজন এবং বাকি একজন মারা গেছেন নাটোর জেলার। এদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৯ জন মহিলা।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮০। এদের মধ্যে ১৯৭ জন করোনা পজেটিভ রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ৫১৩টি বেডে প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top