রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
আরএমপির অভিযানে আটক ৪৪
রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার আরএমপি। উদ্ধার করা হয় মাদকদ্রব্য। রোববার আরএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৯ জন, চন্দ্রিমা ২ জন, মতিহার থানা ৫ জন, কাটাখালি থানা ৩ জন, বেলপুকুর ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৪ জন, কাশিয়াডাঙ্গা থানা ৭ জন, কর্ণহার ১ জন, দামকুড়া ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটকরা হলো, বোয়ালিয়া মডেল থানা পুলিশ সারোয়ার জাহান আরিফ (৩৫) কে ৪১ গ্রাম হেরোইন, শামীম সুলতান (২০) কে ৪শ’ ৫ গ্রাম হেরোইন, করিম (৪৫) ও জাকির হোসেন কুমার (২৪)কে ১০ গ্রাম হেরোইন, রাজপাড়া থানা পুলিশ আলমগীর (৩০) কে ১২ গ্রাম হেরোইনসহ আটক করে।
চন্দ্রিমা থানা পুলিশ সোহরাব (৪০) কে ৭৫ গ্রাম গাঁজা, মতিহার থানা পুলিশ গোলেজান গোলে (৪৫) কে ১৫ পিস ইয়াবা, আজিমুদ্দিন আজিম (২৮) কে ১০ গ্রাম হেরোইন, কাটাখালি থানা পুলিশ সুমন (৩৫) কে ১৪ পিস ইয়াবা, জনি (২২) কে ২ গ্রাম হেরোইন, বেলপুকুর থানা পুলিশ সোহাগ (২১) কে ১০ পিস ইয়াবা, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ সাগর ইসলাম (২৫) কে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়।
রাজশাহী পোস্ট / এম
বিষয়: আরএমপি অভিযান মাদকদ্রব্য
আপনার মূল্যবান মতামত দিন: