দুর্গাপুরে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে হিরোইন ও ইয়াবাসহ ১ শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
জানা গেছে, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হাসানের দিক নিদের্শনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের নাপিত পাড়া এলাকায় মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের মাদকের ৮ টি মামলার আসামী গোলাম রাব্বানী (৩৮) ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় তার স্ত্রী মাদক ব্যবসায়ী জাকেরা বেগমকে আটক করা হয়।
অভিযানে ওই মাদক ব্যবসায়ীর বাড়ি তল্লাশি চালিয়ে ৩০ গ্রাম হিরোইন, ১৬৫ পিচ ইয়াবা, নগদ ৯ হাজার ৯৭০টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুর্গাপুর থানায় গোলাম রাব্বানী ও তার স্ত্রী জাকেরা বেগম জাকিয়ার নামে নিয়মিত মাদক আইনে মামলা করা হয়েছে।
আরপি/এসআর-১২
আপনার মূল্যবান মতামত দিন: