রাজশাহী শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ৩রা ফাল্গুন ১৪৩১

দুর্গাপুরে ছাগলের পাতা কাটার জেরে বৃদ্ধার মৃত্যু, গ্রেফতার এক


প্রকাশিত:
৮ আগস্ট ২০২১ ১৮:৫৪

আপডেট:
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৩

প্রতীকী ছবি

রাজশাহীর দুর্গাপুরে ধইঞ্চা পাতা কাটা নিয়ে বিরোধের জেরে মহিলার ধাক্কায় ঘটনাস্থলে মলেজান (৭২) নামে এক বৃদ্ধা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার নওপাড়া ইউপির শ্যামপুর পশ্চিম পাড়ায় শনিবার বিকাল ৫ টার দিকে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহতের ছেলে বউ শাহীদা ছাগলের জন্য ধইঞ্চা পাতা কেটে আনেন। প্রতিবেশী সেফালীর (৩৯) অভিযোগ তার ক্ষেত থেকেই এই পাতা কেটে এনেছে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে মলেজান ছাড়ানোর চেষ্টা করেন। ওই সময়ে সেফালীর ধাক্কায় ইটের উপর পড়ে ঘটনাস্থলে মৃত্যবরণ করেন।

খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত সেফালীকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ওই এলাকার প্রবাসী বল্টুর স্ত্রী।

এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অভিযুক্ত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করা হয়েছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top