রাজশাহী শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ৩রা ফাল্গুন ১৪৩১

রাজশাহীতে উর্ধ্বমুখী মরিচের বাজার


প্রকাশিত:
৮ আগস্ট ২০২১ ১৭:৩৯

আপডেট:
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৭

রাজশাহীতে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে ৪০ টাকা কেজি থেকে সর্বশেষ দাম ঠেকেছে ২০০ টাকায়। রবিবার (৮ আগস্ট) এ দরে কাঁচামরিচ বিক্রি করতে পেরে খুশি সবজি ব্যবসায়ীরা। তবে অসন্তোষ ছিল ক্রেতাদের মাঝে।

রবিবার সকালে সরেজমিনে সাহেব বাজার ঘুরে দেখা যায়, সবজি বাজারে ক্রেতাদের সমাগম ছিল উল্লেখযোগ্য। অন্যান্য সবজি বাজারে উঠলেও বিক্রেতাদের বাড়তি নজর ছিল কাঁচামরিচের দিকে। ৫০ টাকা পোয়া দরে মরিচ বিক্রি করেন তারা। এতে অনেক ক্রেতা দরকষাকষিও করেন।

সবজি বিক্রেতারা জানান, অনেক মরিচ চাষির জমিতেই মরিচ গাছ নষ্ট হয়ে যাওয়ায় দাম বেড়েছে। এ দাম আরো বাড়বে। তবে যাদের মরিচ ভাল রয়েছে, তারাই ভাল দাম পাবেন। দাম উর্ধ্বমুখী হওয়ায় লাভও বেশি হচ্ছে তাদের।

ক্রেতারা জানান, করোনা শঙ্কটের মধ্যে এভাবে একটা একটা করে সবজির দাম বাড়তে থাকলে তারা বেশ বিপাকে পড়বেন। এমনি মহামারীর ফলে তারা বেশ টানাপড়েনে রয়েছেন। তারমধ্যে এভাবে দাম বৃদ্ধিতে বেশ দুশ্চিন্তাগ্রস্থ তারা।

তথ্যমতে, জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর, বাঘা উপজেলার আড়ানী, মোহনপুর উপজেলার কেশরহাট, পবা উপজেলার নওহাটা ও খড়খড়ি হাটে পাইকারী মরিচ ক্রয়বিক্রয় হয়। এসব হাট থেকেই দেশের বিভিন্ন জেলায় কাঁচামরিচ পাঠানো হয়। এখনো সরবারাহ অব্যাহত রয়েছে। তবে দাম বৃদ্ধি পাওয়ায় খুশি মরিচ চাষিরা।

তবে নিয়মিত বাজার মিনটরিং করতে প্রশাসনের তৎপর ভূমিকা রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top