রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন


প্রকাশিত:
৭ আগস্ট ২০২১ ২২:১৩

আপডেট:
৭ আগস্ট ২০২১ ২২:৩৫

ছবি: আলোচনা সভা

রাজশাহী দুর্গাপুরে একযোগে একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বেলা সাড়ে ১২টার সময় গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৫ দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবা খাতুনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী।

এসময় দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান সোহাগ, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, মোহাম্মাদ হানিফ, পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেনসহ বিভিন্ন নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। সর্বশেষে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কনফারেন্স রুমেরও উদ্বোধন করেন সাংসদ ডা. মনসুর রহমান।

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top