রাজশাহী শুক্রবার, ৯ই জুন ২০২৩, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০

রামেকের করোনা ইউনিটে প্রাণ গেল আরো ১৫ জনের


প্রকাশিত:
২ আগস্ট ২০২১ ০৮:৪২

আপডেট:
৯ জুন ২০২৩ ২৩:৫৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরো ১৫ জনের। রবিবার (১ আগস্ট) সকাল ৮ টা থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ১৫ জন। তবে আগস্টের প্রথম দিনে মৃত্যু হয় ১৮ জনের।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত ১৫ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৭ জন এবং ৮ জনের মৃত্যু হয়েছে উপসর্গে। মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন এবং পাবনার ৫ জন।এছাড়া নওগাঁর দুইজন এবং কুষ্টিয়া ও নাটোরের মারা গেছেন একজন করে দুইজন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৬ জন মহিলা।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৩৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৯০। এদের মধ্যে ১৭৪ জন করোনা পজেটিভ রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ৫১৩টি বেডে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top