শোকের মাসের শুরুতে রামেকে ১৮ জনের মৃত্যু

শোকের মাস আগস্টের প্রথম দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৮ জন। শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মৃত্যু হয় এ ১৮ জনের। তবে জুলাই মাসের ৩১ দিনে মোট মারা যান ৫৩৫ জন।
হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন মাত্র ৬ জন। আর বাকি ১২ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে উপসর্গে এবং ৫ জন মারা গেছেন করোনা নেগেটিভ থেকেও। মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন এবং নাটোরের ৪ জন, নওগাঁ ও পাবনার তিনজন করে ৬ জন। এছাড়া একজন করে মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়া জেলার। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৭ জন মহিলা।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪১৮। এদের মধ্যে ১৯৫ জন করোনা পজেটিভ রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ৫১৩টি বেডে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
এ ব্যাপারে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, আক্রান্তদের বেশিরভাগই গ্রামের রোগী। হাসপাতালে এখনো শতকরা ৬০-৭০ ভাগ রোগী ভর্তি রয়েছেন গ্রামের। ফলে সেখানে জনসচেতনতা জরুরী।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: