ছুটির দিনেও রাজশাহীতে মামলা খেল ৪৪ জন

দেশজুড়ে চলছে কঠোরতম বিধিনিষেধ। এর মধ্যে বাইরে বের হওয়া নিষেধ। বের হলেই গুনতে হচ্ছে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়লে। রাজশাহীর বিভিন্ন স্থানে চলছে অভিযান। শুক্রবার (৩০ জুলাই) কঠোরতম বিধিনিষেধের অষ্টম দিনে অপ্রয়োজনে বের হয়ে রাজশাহীতে মামলা খেয়েছেন ৪৪ জন। জরিমানা করা হয়েছে মোট ২৮ হাজার ৫০০ টাকা।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ জানান, লকডাউন চলাকালে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে দন্ডবিধি-১৮৬০ এবং সংক্রামক রোগপ্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল আইন-২০১৮ সালের আইনে ৪৪ জনকে মামলা দেয়া হয়েছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে ২৮ হাজার ৫০০ টাকা।
তিনি বলেন, এদিন এক হাজার অসচ্ছল মানুষের মাঝে ২৮৩ টি মাস্ক বিতরণ করা হয়েছে। সর্বাত্মক লকডাউন চলাকালে বিধিনিষেধ অনুযায়ী জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের বাইরে কেউ কোনো দোকানপাট খুলতে পারবে না।
আরপি/আআ
বিষয়: কঠোরতম বিধিনিষেধ রাজশাহী অভিযান জরিমানা
আপনার মূল্যবান মতামত দিন: