রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মসজিদের ঈমাম রাখা না রাখা নিয়ে সংঘর্ষ, সেনা মোতায়েন


প্রকাশিত:
৩০ জুলাই ২০২১ ২৩:১০

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৪:৩৫

দু‘পক্ষের উত্তেজনার সময় ছোড়া ইটপাটকেল

রাজশাহী মহানগরীতে একটি মসজিদের ঈমাম রাখা না রাখা নিয়ে দু‘পক্ষের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) জুমার নামাজের পর নগরীর পাঠানপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠানপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আবজাল হোসেন ও তার অনুসারীরা ওই মসজিদের বর্তমান ঈমাম মাওলানা আতিককে রাখতে চান না। কিন্ত মসজিদের মুসল্লিারা চান ওই ঈমামকে রাখতে। এটি নিয়ে শুক্রবার জুমার নামাজের পর মসজিদের মুসল্লিরা দু‘ভাগে বিভক্ত হন এবং তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এরপর উভয়পক্ষের লোকজন জড়িয়ে পড়েন মারামারিতে। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আবজাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায় নি।

এ ব্যাপারে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, মসজিদের ঈমামকে দায়িত্বে রাখা না রাখাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে উত্তেজনা চলছিল। পরে পুলিশ ও নগরীতে টহলরত সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top