রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে করোনায় মারা গেলেন স্কুলশিক্ষক


প্রকাশিত:
৩০ জুলাই ২০২১ ১৫:৩৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৫:৩১

সাইদুর রহমান। ছবি: সংগৃহীত

রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাইদুর রহমান (৫২) নামের এক স্কুলশিক্ষক। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত সাইদুর রহমান জেলার বাঘা উপজেলার নওটিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও পীরগাছা গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

জানা গেছে, গত ২৩ জুলাই সাইদুর রহমান করোনা উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পরদিন থেকে তার অবস্থার অবনতি হতে শুরু করে। এক সপ্তাহ চিকিৎসা পর বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। তার স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে নওটিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা বানু জানান, সাইদুর রহমান খুব ভালো একজন শিক্ষক ছিলেন। তার পাঠদান শিক্ষার্থীরা অতি সহজে বুঝতে পারতেন। তার মৃত্যুতে স্কুলের ক্ষতি অপূরণীয় হলো।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top