রামেকে একদিনে আরো ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৮ জন। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ১৮ জন। এর আগেরদিন মৃত্যু হয় ২১ জনের।
হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত ১৮ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন মাত্র ৬ জন। আর বাকি ১২ জনের মৃত্যু হয়েছে উপসর্গে। এদিন সর্বোচ্চ মারা যান পাবনা জেলার ৭ জন। এটিই প্রথম রাজশাহীকে ছাড়িয়ে ওই জেলার সর্বোচ্চ সংখ্যক রোগীর মৃত্যু। এছাড়া রাজশাহীর ৬ জন, নাটোরের তিনজন মারা গেছেন। আর কুষ্টিয়া ও মেহেরপুর জেলার মারা গেছেন একজন করে দুইজন। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৪ জন মহিলা।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৩। এদের মধ্যে ১৮৩ জন করোনা পজেটিভ রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ৫১৩টি বেডে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরপি/আআ
বিষয়: রামেক মৃত্যু করোনা ইউনিট
আপনার মূল্যবান মতামত দিন: