রাজশাহী মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


প্রকাশিত:
৫ নভেম্বর ২০১৯ ০৩:২১

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ০৪:৪৮

ছবি: প্রতীকী

রাজশাহীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। আজ সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই আশরাফুল ইসলাম মারা যান।

মহানগরীর শেখের চক এলাকায় গত রাতে এ ঘটনা ঘটে। তারা দু’জনই ওই এলাকার সানোয়ার হোসেনের ছেলে।
বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক বড় ভাই নূর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন জানায়, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত রাতে বড় ভাই নূর আলমের সাথে ছোট ভাই আশরাফুলের কথাকাটি শুরু হয়। এ পর্যায়ে বড় ভাই ঘরে থাকা রড দিয়ে ছোট ভাই আশরাফুলের মাথায় আঘাত করে।

এসময় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘাতক বড় ভাইকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

আরপি/এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top