রাজশাহী রবিবার, ৪ঠা জানুয়ারী ২০২৬, ২২শে পৌষ ১৪৩২

রাজশাহীতে ১১ জুয়ারি গ্রেপ্তার


প্রকাশিত:
২৬ জুলাই ২০২১ ১৭:১০

আপডেট:
৪ জানুয়ারী ২০২৬ ২২:৫৪

 গ্রেপ্তারকৃত জুয়ারিরা

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ১১ জুয়ারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালির টাংগন মধ্যপাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়ারিদের কাছ থেকে তাস ও নগদ টাকা জব্দ করা হয়।

সোমবার (২৬ জুলাই) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আরএমপি পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে কাটাখালি এলাকায় আরএমপির গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলা অবস্থায় তাস ও নগদ টাকাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top