রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১

‘কঠোরতম বিধিনিষেধ’ কার্যকরে তৎপর পুঠিয়ার ইউএনও


প্রকাশিত:
২৫ জুলাই ২০২১ ১৮:১৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:৪৩

অভিযানে ইউএনও নূরুল হাই মোহাম্মদ আনাছ

কঠোরতম বিধিনিষেধের তৃতীয় দিনেও মাঠে রয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল হাই মোহাম্মদ আনাছ। রবিবার (২৫ জুলাই) সরকারী নির্দেশনা বাস্তবায়নে তৎপর ছিলেন তিনি।

জানা গেছে, তৃতীয় দিনে কঠোরতম বিধিনিষেধ কার্যকরে পুঠিয়ার ইউএনও নূরুল হাই মোহাম্মদ আনাছ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে এবং মাস্ক ব্যবহার না করায় ৭ টি মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এদিন অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল হাই মোহাম্মদ আনাছ জানান, সরকার ঘোষিত কঠোরতম বিধিনিষেধ সঠিকভাবেই কার্যকর করা হচ্ছে। জরুরী প্রয়োজনে বের হওয়া ব্যক্তিদের উদ্বুদ্ধ করা হচ্ছে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে। তবে অভিযান পরিচালনায় সেনাসদস্যরা সহযোগিতা করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান ইউএনও।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top