রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ১১ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার


প্রকাশিত:
২৫ জুলাই ২০২১ ১৬:১৫

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৭:০৫

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীতে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে এ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে বিভিন্ন মাদকদ্রব্য। রবিবার (২৫ জুলাই) সকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আরএমপির থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের চালানো পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, কাটাখালী থানা ২ জন এবং ডিবি পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামী। এছাড়া ৬ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধের জন্য ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের কাছ থেকে মোট ৪৩ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top