রাজশাহীতে বাবার ওপর অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

রাজশাহীতে বাবার ওপর অভিমান করে হৃদয় আহম্মেদ (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মোবাইল ফোন কিনে না দেয়ায় বিষপান করে সে আত্মহত্যা করে। এমন ঘটনা ঘটেছে জেলার দুর্গাপুর উপজেলার গোড়খাই এলাকায়।
নিহত হৃদয় ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে দুর্গাপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় তার বাবার কাছে মোবাইল কিনে চায়। কিন্ত সামনে কোরবানী ঈদের কারনে আপাতত ঈদ পার করে পরে মোবাইল কিনে দিতে সম্মত হন তার বাবা। তবে আর ধৈর্য্য ধরতে পারেনি সে। অভিমানে গত ২৭ জুন সকলে ঘাস পোড়ানো (গ্রামাক্সিন) জাতীয় বিষপান করে হৃদয়। বিষপানের দুইদিন পরে তার শরীরে বিষক্রিয়া দেখা দেয়। এরপর তার পরিবারের সদস্যরা বুঝতে পারলে প্রথমে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
পরিবারের সদস্যরা জানায়, প্রায় ২০ দিন মৃত্যুর সাথে লড়াই করার পর শনিবার (১৭ জুলাই) দুপুরে মারা যায় হৃদয়। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরপি/আআ
বিষয়: রাজশাহী অভিমান আত্মহত্যা স্কুলছাত্র
আপনার মূল্যবান মতামত দিন: