রাজশাহী বুধবার, ৭ই জুন ২০২৩, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩০

রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরো ১৭ মৃত্যু


প্রকাশিত:
১৮ জুলাই ২০২১ ০৮:৫৯

আপডেট:
১৮ জুলাই ২০২১ ১৫:১৯

রামেক হাসপাতাল। ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ১৭ জন।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত ১৭ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন মাত্র ৫ জন। আর বাকি ১২ জনের মধ্যে ১১ জনেরই মৃত্যু হয়েছে উপসর্গে এবং একজন মারা গেছেন করোনা নেগেটিভ থাকার পরও। মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন এবং নাটোরের ৪ জন। এছাড়া পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন করে ৪ জন এবং নওগাঁ, বগুড়া ও ঝিনাইদহ জেলার রয়েছেন একজন করে তিনজন।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৬০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫০৬। এদের মধ্যে ২৪৩ জন করোনা আক্রান্ত রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে মোট বেড সংখ্যা রয়েছে ৪৫৪ টি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top