হাজার পরিবারে ঈদ উপহার পৌঁছাল রাজশাহী জেলা পুলিশ

এক হাজার অসহায় ও দুস্থ পরিবারে ঈদ সামগ্রী প্রদান করেছে রাজশাহী জেলা পুলিশ। শনিবার (১৭ জুলাই) দিনব্যাপী জেলার ৮ থানার বিভিন্ন এলাকার মানুষের মাঝে এ ঈদ সামগ্রী প্রদান করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনের বিশেষ উদ্যোগে এ ঈদ সামগ্রী প্রদান কর্মসূচিতে প্রত্যন্ত এলাকায় গিয়ে পুলিশ সদস্যরা অসহায়দের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।
পুলিশ জানায়, এদিন ঈদ উপহারের মধ্যে প্রতিটি ব্যাগে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, প্যাকেটজাত গুড়া দুধ ও ভোজ্য সয়াবিন তেল। ঈদুল আজহায় অসহায় মানুষেরাও যাতে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্যই এমন কার্যক্রম। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমে সর্বদা সাধারণ জনগনের পাশে রয়েছে রাজশাহী জেলা পুলিশ।
শনিবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতেখায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। পুলিশ জনগণের পাশে ছিল, রয়েছে এবং জনমুখী কার্যক্রমের মাধ্যমে সর্বদা জনগণের সাথে থাকবে বলেও জানানো হয়েছে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: