রাজশাহীর আমবাগানে কলেজছাত্রের মরদেহ

রাজশাহীর পুঠিয়ায় একটি আম বাগান থেকে বলাই চন্দ্র কুমার (২১) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার হাড়োখালী এলাকার বিল সংলগ্ন একটি আম বাগান থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত বলাই উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের রঘুনাথ কুমারের ছেলে। তিনি বানেশ্বর ডিগ্রি কলেজে অধ্যয়নরত ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বলাই চন্দ্র হারোখালী বিলের জমি দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে কয়েক ঘণ্টা পর দুপুরের দিকে এলাকার লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পান আম বাগানে। গাছের ডালে ঝুলে থাকা দেখে বলাইয়ের পরিবারে খবর দেন তারা এবং পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ গিয়ে ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলাই আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যা কারন সুনিশ্চিতভাবে জানা যায়নি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: