রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

করোনা জনসচেতনতায় মাঠে রাজশাহী জেলা পুলিশ


প্রকাশিত:
১২ জুলাই ২০২১ ০২:৫৭

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৬:৩৮

রাজশাহী জেলা পুলিশের তৎপরতা। ছবি: রাজশাহী পোস্ট

প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের বিধি-নিষেধ কার্যকরে এবং জনসচেতনতা বৃদ্ধিতে মাঠে রয়েছে রাজশাহী জেলা পুলিশ। রবিবার (১১ জুলাই) দিনভর তৎপরতার সাথে কাজ করেন জেলার আটটি থানা পুলিশের সদস্যরা।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) জনাব এবিএম মাসুদ হোসেনের দিক নির্দেশনায় এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় তৎপরতা ছিল পুলিশের। সংশ্লিষ্ট থানার মোবাইল টিম ছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট কার্যক্রম চালায় ট্রাফিক বিভাগ। করোনার এ ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকা ও সরকার নির্দেশিত বিধিনিষেধসমূহ যথাযথভাবে অনুসরন করার আহবান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

রবিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতেখায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জনস্বার্থে পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top