রাজশাহী বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

বাঘায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন


প্রকাশিত:
১২ জুলাই ২০২১ ০০:৩৬

আপডেট:
১ মে ২০২৫ ০৯:৩২

আশ্রয়ণ প্রকল্প। ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভূমিহীন পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর পরিদর্শন করা হয়েছে। শনিবার (১০জুলাই) উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘরগুলো পরিদর্শন করেন রাজশাহী জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবু আসলাম ও তার সহধর্মিণী।

উপজেলায় মোট ৫১ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর উপহার দেওয়া হয়েছে। এর মধ্যে মনিগ্রাম ইউনিয়নে ২৫ টি, গড়গড়ী ইউনিয়নে ১৮ টি ও বাউসা ইউনিয়নে ৮ ঘর নির্মাণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পাপিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন ,মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি প্রমুখ।

রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম পরিদর্শনকালে ঘরগুলোর কাজের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ঘরে বসবাসকারী অস্বচ্ছল ভূমিহীনদের খোজ খবর নেন এবং তাদের সাথে কৌশল বিনিময় করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top