বাঘায় পৃথক অভিযানে গ্রেফতার দুই
-2021-07-11-16-33-31.jpg)
রাজশাহীর বাঘায় হামিদুল ইসলাম(৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে দেবত্তর বিনোদপুর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত শরিফুল ইসলামকে আটক করে। রোববার (১১জুলাই) ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার কিশোরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজাপ্রাপ্ত আসামী হামিদুল ইসলাম (৩৫) পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক ছিল। গত রোববার ভোর রাতে বাঘা থানা পুলিশ তাকে নিজ বাড়ী থেকে গ্রেফপ্তার করে। এদিকে উপজেলার দেবত্তর বিনোদপুর গ্রামের সুলতান আলীর ছেলে শরিফুল ইসলাম (৩২) এর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকেও নিজ এলাকা থেকে আটক করেন।
বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম জানান, পৃথক ঘটনায় আটককৃত দু’জন আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরপি/এসআর-০২
বিষয়: বাঘা
আপনার মূল্যবান মতামত দিন: