রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু


প্রকাশিত:
৯ জুলাই ২০২১ ২১:৩৮

আপডেট:
৯ জুলাই ২০২১ ২১:৪০

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে রোহান মিয়া (৯) নামের এক হাফিজিয়া মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। রোহান মিয়া উপজেলার হেদাতিপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও একই গ্রামের ওয়াসিম হোসেন ওরফে ওসিমের ছেলে ।

জানা যায়, বৃহষ্পতিবার সন্ধ্যার আগে বাড়ির পূর্ব পাশে ঘুড়ি উড়াতে যায় রোহান। ঘুড়িটির সুতা ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে ঘুড়িটি তুলে আনতে পুকুরে নামে রোহান। সাঁতার না জানায় পুকুরের পানিতে তলিয়ে মৃত্যু হয়। অনেক খোঁজাখুঁজির পরে তার মা বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার। তার পিতা ওয়াসিম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলে আমার ছেলে মাদ্রসায় হাফিজিয়া পড়তো। এই করোনার কারণে মাদ্রাসা বন্ধ আছে। এছাড়া সাঁতারও জানতো না।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুকুরে পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা হয়েছে। পরে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top