রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মার্কেট খোলার দাবিতে থালা হাতে ব্যবসায়ীদের বিক্ষোভ


প্রকাশিত:
৮ জুলাই ২০২১ ২০:০৪

আপডেট:
৯ জুলাই ২০২১ ০২:৫৬

ছবি: ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ

লকডাউন প্রত্যাহার করে ঈদের আগে ব্যবসায়ী প্রতিষ্ঠান, মার্কেট ও দোকানপাট খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর আরডিএ মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

রাজশাহীতে ব্যবসায়ী-কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে থালা হাতে করে ‘ভাত দে, ভাত দে, নইলে লকডাউন তুলে লে’ এবং আরও অনেক স্লোগানে দোকান খোলার দাবিতে বিক্ষোভ করেন ব্যবসায়ী-কর্মচারীরা। এই আন্দোলন কর্মসূচিতে সাহেব বাজার কাপড়পট্টির ব্যবসায়ীরাও যোগ দেন।

স্বাস্থ্যবিধি মেনে তারা ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রাখতে চান। তারা বলেন, গত ‘লকডাউনের’ সময় সরকারের দেওয়া প্রণোদনার অর্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের কেউই পাননি। পেয়েছেন হাতে গোনা কয়েকজন শিল্পপতি। যদি হাজার হাজার শ্রমিক নিয়ে বড় বড় কল-কারখানাগুলো সীমিত আকারে চলতে পারে, তবে তারা কেন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন না? তারা স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রেখে আগের মত ব্যবসা করতে চান।

বিক্ষোভে অংশ নেন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ সভপাতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সজল ইসলাম, বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, আরডিএ মার্কেট ক্রোকারিজ মালিক সমিতির সভাপতি হাজী তাপস, আরডিএ মার্কেট পাদুকা সমিতির সভাপতি রিপন আলী প্রমুখ।

আরপি/ এস



আপনার মূল্যবান মতামত দিন:

Top