রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

তানোরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ


প্রকাশিত:
৬ জুলাই ২০২১ ০৫:২১

আপডেট:
৬ মে ২০২৪ ২৩:০৩

ছবি: প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

রাজশাহীর তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে করোনাকালীন কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও হতদরিদ্র ২ হাজার ১৯১ জন পেলেন প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।

এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ২টা করে সাবান।

তানোর উপজেলার পাঁচন্দর ও বাধাউড় ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনাকালীন কর্মহীদের মধ্যে এসব খাদ্য সামগ্রী তুলে দিয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিকসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্য ও জনসাধারণ।

তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (প্রকৌশলী) তারিকুল ইসলাম বলেন, করোনাকালীন ৭ দিনের কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র শ্রেণীর মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিটি ইউনিয়ন পরিষদে আড়াই লাখ টাকা করে বরাদ্ধ দিয়েছেন। সেই বরাদ্দের টাকায় প্রতিটি ইউনিয়ন এলাকার ৩১৩ জনকে চাল-ডালসহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

 

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top