রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

বাঘায় ৩৩৩ ফোন করে খাদ্য সহায়তা পেলেন ২৫ জন


প্রকাশিত:
৬ জুলাই ২০২১ ০৪:২৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২৩:২১

ছবি: খাদ্য সহায়তা তুলে দিচ্ছেন ইউএনও

রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন এলাকার অতিদরিদ্র ২৫ জন ব্যক্তি ৩৩৩ নম্বরে ফোন করে পেয়েছেন খাদ্য সহায়তা। সোমবার (৫ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে ১০ কেজি করে চাল তুলে দেয়া হয়।

জানা যায়, করোনাকালীন সময়ে উপজেলার বিভিন্ন এলাকার অতিদরিদ্র ২৫ জন ব্যক্তি খাদ্যের জন্য ৩৩৩ নম্বরে ফোন করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষে থেকে তদন্ত করা হয়। তদন্ত শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ে তাদের ডেকে ১০ কেজি করে চাল দেয়া হয়।
এ বিষয়ে খাদ্য পাওয়া এক নারী জানান, আমার স্বামী ভ্যান চালক। এই লকডাউনের কারণে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হতে পারছিলনা। ঘরে কোন খাবারও নেই। নিরুপায় হয়ে পড়ি। স্বামী-স্ত্রী পরামর্শ করে খাদ্যের জন্য ৩৩৩ নম্বর ফোন দিই। তারপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে ১০ কেজি চাল দিয়েছেন।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস প্রমুখ।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top