রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

এমপি এনামুলের কারিশমা, আঠারো বছর পর জনসাধারনের মুখে হাসি


প্রকাশিত:
৩ নভেম্বর ২০১৯ ০৬:৫৯

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০২:৪১

ছবি: খেলার মাঠে টুর্নামেন্ট উদ্বোধনকালে  এমপি এনামুল

রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের কারিশমায় আঠারো বছর পর জনসাধারনের মুখে হাসি ফুটেছে। উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবিশাল খেলার মাঠটি ছিলো হাটের দখলে। খেলার মাঠটি ফাঁকা করতে দিনের পর দিন শিক্ষার্থীসহ এলাকার সচেতন মহল চেষ্টা করেও ব্যর্থ হয়।

দীর্ঘ আঠারো বছর পর রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক শনিবার বিকেলে একটি প্রীতি ফুটবল টুর্ণামেন্টের মধ্যেদিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকার জনসাধারনের খেলার জন্য মাঠটি উন্মুক্ত করে শিক্ষার্থীদের দাবীর বাস্তবায়ন করলেন।

এউপলক্ষে বাগমারার ভবাণীগঞ্জ ফুটবল একাডেমি বনাম মোহনপুরের জাহানাবাদ ফুটবল একাডেমি অংশ গ্রহণ করে। খেলায় ১-০ গোলের ব্যাবধানে জয়লাভ করে ভবানীগঞ্জ ফুটবল একাডেমি। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাংসদের পত্নী মিসেস তহুরা হক, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, সদস্য আলী হাসান, উপাধ্যক্ষ আব্দুল বারীক, আ’লীগ নেতা আব্দুল মজিদ শেখ, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন, অধ্যক্ষ আহসানুল করিম মামুন, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজাহার আলী, আ’লীগ নেতা শাহরিয়া, বাবুল আক্তার, এস,এম, মাহাবুর রহমান, প্রভাষক আব্দুল মমিন প্রাং, প্রত্যয় সংস্থা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি চিত্তরঞ্জণ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সজল, আল-আমিন প্রমূখ।

খেলা শেষে পুরস্কারের পাশাপাশি বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর পক্ষ থেকে বিজয়ী দলের হাতে ৫ হাজার এবং রানার আপ দলের হাতে ৩ হাজার টাকা প্রদান করা হয়। সেই সাথে গোলদাতাকে ১ হাজার টাকা উপহার দেয়া হয়।

এদিকে মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠটি খেলার উপযোগি করতে সাংসদ ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেন। খেলাটি পরিচালনা করেন বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top