রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

২৪ ঘন্টায় বাঘায় আরও ১০ জনের করোনা শনাক্ত


প্রকাশিত:
৪ জুলাই ২০২১ ২০:৪২

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০১:৫১

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় ২৪ ঘন্টায় ৩৬ জনের পরীক্ষায় পজেটিভ ধরা পড়েছে ১০ জনের। রোববার (৪জুলাই) পর্যন্ত উপজেলায় মোট পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৭৮ জনকে। সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৮ জনে। সুস্থ্য হয়েছেন ২৪০ জন। মারা গেছে মোট ৭ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সুত্রে জানা গছে, গত বছরের ৬ এপ্রিল (২০২০) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার পরীক্ষা শুরু করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাশেদ আহমেদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক পরিধান করতে হবে। এনটিজেন পরীক্ষা সকলকে আগ্রহী হতে হবে। আতংকিত না হয়ে সচেতন হতে হবে। প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে যাওয়া যাবেনা। নতুন আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন।

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top