রাজশাহীতে মুষলধারে বৃষ্টি
নগরীর বেশকিছু এলাকায় হাঁটু পানি, চরম ভোগান্তিতে নগরবাসী

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর কোন কোন এলাকায় হাঁটু পানি হয়ে যাওয়ায় অনেকের বাসা বাড়িতেও ঢুকে পড়েছে পানি। বিশেষ করে নগরীর হেতেমখাঁ এবং বর্ণালীর মোড় এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় ওই এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
হাকিমুদ্দিন নামে হেতেমখাঁর এক বাসিন্দা বলেন, একটু বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। মানুষের বাসা বাড়িতেও ঢুকে যায় পানি। আর আজ মুষলধারে বৃষ্টি হওয়ায় এই এলাকায় কোথাও হাঁটু পানি আবার কোথাও এর চেয়েও বেশি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, শুধু নগরীর বর্ণালীর বউ কিংবা হেতেমখাঁ এলাকাতেই নয়, মুষলধারে বৃষ্টি হওয়ায় নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয়। এই সময়ে ৩৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক এস এম গাউসুজ্জামান।
নগরীতে এমন জলাবদ্ধতা নিরসনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপ কামনা করেছেন নগরবাসী।
আরপি/এসআর-২৩
আপনার মূল্যবান মতামত দিন: