বাঘায় সরকারি নির্দেশনা উপেক্ষা করায় ৯ ব্যবসায়ীর জরিমানা

প্রতীকী ছবি
রাজশাহীর বাঘায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করায় ৯ ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন বিশেষ অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেন।
এ সময় দোকান পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৯ জনের ১০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন। বৃহস্পতিবার (১জুলাই) উপজেলার মনিগ্রাম বাজার, বাঘা উপজেলা সদর ও চন্ডিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন জানান, করোনাকালীন সময় সরকারি নির্দেশ উপেক্ষা করে ব্যবসায়ীরা দোকান পরিচালনা করছিল। বিশেষ অভিযানে তাদের নামে মামলা দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড করে ছেড়ে দেয়া হয়েছে।
আরপি/এসআর-১৪
বিষয়: ভ্রাম্যমাণ আদালত বাঘা জরিমানা
আপনার মূল্যবান মতামত দিন: