বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
রাজশাহীর বাগামারা উপজেলার গোপীনাথপুর এলাকায় বজ্রপাতে আলতাফ হোসেন বেগ (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুন) বিকেলে মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। আলতাফ ওই এলাকার মুক্তার হোসেনের ছেলে।
রাজশাহীর বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, আলতাফ পেশায় একজন কৃষক। বিকেলে তিনি বাড়ির বাইরের মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মাঠ থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যায় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
আরপি/এসআর-২৩
আপনার মূল্যবান মতামত দিন: