রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

নগরীতে যাকাতের অর্থ বিতরণ সম্পন্ন


প্রকাশিত:
২৯ জুন ২০২১ ০৪:২৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৯:৪৩

ছবি: যাকাতের অর্থ বিতরণ

রাজশাহী জেলায় সংগ্রহ করা যাকাতের অর্থ ৫৪ জন আবেদনকারীর মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক আব্দুল জলিল তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আবেদনকারীদের হাতে যাকাতের টাকা তুলে দেন।

এ সময় ১৮ জনকে ৫ হাজার ৫০০ টাকা করে এবং অপর ৩৬ জনকে ৪ হাজার ১০০ টাকা করে মোট ২ লাখ ৪৭ হাজার টাকা বিতরণ করা হয়। টাকা পাওয়া সবাই রাজশাহী মহানগরের বাসিন্দা।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহীর পরিচালক মুহাম্মদ জালাল আহমদ ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top