রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

র‌্যাবের অভিযান

রাজশাহীতে ২৫ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা


প্রকাশিত:
২ নভেম্বর ২০১৯ ০১:২০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৯

আটককৃতরা

র‌্যাবের দিনব্যাপী অভিযানে রাজশাহীতে ২৫ মাদকসেবীকে আটক করা হয়েছে। নগরীর কাশিয়াডাংগার গুড়িপাড়া এলাকায় মাদকদ্রব্য এবং বিভিন্ন সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৫। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালায় র‌্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এসময় ২৫ মাদকসেবীকে আটক করা হয়। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম করাদণ্ড দেয়। যার মধ্যে একজনকে ২৮ দিন, ৪ জনকে ১৫ দিন, ২ জনকে ১০ দিন, ৯ জনকে ৭ দিন, ৭ জনকে ৫ দিন, ২ জনকে ৩ দিন বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়। সেসময় তাদের নিকট থেকে ১৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। মাদক সেবনে ব্যবহৃত সরঞ্জাম হিসেবে ৪টি কলকি, ৫টি গ্যাস লাইট, ৬টি দিয়াশলাই ও ১ টি কাটার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে এবং আটককৃতদের সরাসরি রাজশাহী কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৫ ফেসবুক পেজ সূত্রে জানা গেছে।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top