রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু


প্রকাশিত:
২৪ জুন ২০২১ ০০:২৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:০১

প্রতীকী ছবি

রাজশাহীতে দেয়াল ধসে পড়ে দুখলা বিশ্বাস (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় নির্মানাধীন ড্রেনের পাশে দেয়াল ধসে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক জেলার গোদাগাড়ী উপজেলার খয়রাকান্দি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ করতে গিয়ে পাশের একটি প্রাচীর ভেঙ্গে পড়ে। সেখানে দুই বা তিন জন জন আহত হয়। স্থানীয় লোকজনই আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে কোন আহত আটকে না থাকায় ফিরে আসি।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এ এস আই রুহুল আমিন বলেন, ড্রেনে কাজ করার সময় দেয়াল ধসে পড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে আসা দুখলা নামের একজনকে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও দুইজন আহত আবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top