রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পালস অক্সিমিটার’ প্রদান


প্রকাশিত:
২৩ জুন ২০২১ ০৬:১০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:০৯

ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ‘পালস অক্সিমিটার’ দিয়েছেন। মঙ্গলবার (২২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদের হাতে এগুলো প্রদান করা হয়।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, মহামারী করোনা ভাইরাসের ধাক্কায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। প্রতিরোধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকের সুরক্ষা ও সংক্রমণ মোকাবেলার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে কখনো তার পক্ষে আমরা চিকিৎসকের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান, সাধারণ মানুষের মাঝে মাস্ক এবং খাদ্য সামগ্রী বিতরণ করা অব্যাহত রয়েছে। এর ধাারাবাহিকতায় ‘পালস অক্সিমিটার’ প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ বলেন, করোনা ভাইরাস শরীরে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দনের গতি নির্ণয় করা যন্ত্রটি হলো ‘পালস অক্সিমিটার’।

হাতের আঙুলে ‘ক্লিপের সাহায্যে এই যন্ত্রটি ব্যবহার করা হয়। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে কি-না, শরীরে করোনা ভাইরাসের প্রভাবে হয়েছে কি-না এ জন্য ব্যবহার হবে ‘পালস অক্সিমিটার’। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদান করা ৩০টি ‘পালস অক্সিমিটার’ উপজেলায় ২০টি কমিউনিটি ক্লিনিকে ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি ব্যবহার করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদের হাতে ‘পালস অক্সিমিটার’ প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, সদস্য মাসুদ রানা তিলু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, আড়ানী ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি ও চেয়ারম্যান রফিকুল ইসলামসহ কমিউনিটি ক্লিনিকের প্রভাইডারগণ, বাঘা প্রেস ক্লাবের সংবাদ কর্মীরা।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top