রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে কভিডে ক্ষতিগ্রস্থ শিক্ষকদের পাশে মিডল্যান্ড ব্যাংক


প্রকাশিত:
২১ জুন ২০২১ ০০:৩১

আপডেট:
২১ জুন ২০২১ ০০:৩৯

ছবি: খাদ্যসামগ্রী বিতরণ

মিডল্যান্ড ব্যাংকের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী শাখার উদ্যোগে কভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন ও স্কুল শিক্ষকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুর ১২টায় নগর ভবনে মিডল্যান্ড ব্যাংকের সামনে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

এরপর পর্যায়ক্রমে ১৮০ জন শিক্ষকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আটা, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১টি সাবান ও ১০টি ফেস মাস্ক।

এসময় উপস্থিত ছিলেন, মিডল্যান্ড ব্যাংক রাজশাহীর আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক মো. সামিউল করিম, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলা, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ আহমেদ খান, রাসিক সচিব মো. মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাইদ প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণের পূর্বে মিডল্যান্ড ব্যাংকের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এ সময় ব্যাংকের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top